তিনবার ফাঁসির মঞ্চে নিয়েও ঝোলানো যায়নি যাকে !




জন হেনরি জর্জ লি দুনিয়ার বিরলতম সৌভাগ্যবানদের একজন, ফাসির মঞ্চে নিয়েও যাঁকে ফাসিকাষ্ঠে
ঝােলানাে যায়নি। একবার নয়, তিন-তিনবার চেষ্টা করেও কার্যকর করা যায়নি লির মৃত্যুদণ্ড। ঘটনা আজ
থেকে প্রায় ১৩০ বছর আগের।

যুক্তরাজ্যের বাসিন্দা লি কাজ করতেন রাজকীয় নৌবাহিনীতে। আগে থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের
চুরির অভিযােগ ছিল। কিন্তু প্রমাণের অভাবে কিছুই করা যাচ্ছিল না। তবে ১৮৮৪ সালের ১৫ নভেম্বর যা
হলাে, তাতে লির বাঁচার আর কোনাে পথ রইল না। 

ঘটনার দিন তিনি কাজ করছিলেন তার চাকরিদাতা এমি কিজের বাসায়। সেদিন বাড়িতে জন ছাড়া কেউই ছিল না। বড়সড় দাও মারার লােভে এমি কিজকে নিষ্ঠুরভাবে হত্যা করেন লি। বিচারে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় লির অপরাধ। ফাসির রায়ও হয়।

এর পরই ঘটে সেই আশ্চর্য ঘটনা। ১৮৮৫ সালের ২৩ ফেব্রুয়ারি, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য লিকে জেলখানা থেকে নিয়ে যাওয়া হলাে ফঁসির মঞ্চে। গলায় দড়িও পরানাে হলাে, কিন্তু দেখা গেল পায়ের নিচের যে ট্র্যাপডাের সরে ফাঁসি কার্যকর করবে, সেটা নড়ছেই না।


জেলখানায় ফিরিয়ে নেওয়া হলাে লিকে। প্রকৌশলী দিয়ে পরীক্ষা হলাে ট্র্যাপরে, তখন কোনাে ত্রুটি
পাওয়া গেল না। এরপর আরাে দুবার লিকে ফঁসি দেওয়ার চেষ্টা হয়, ফল সেই একই। লি থাকলে যেন
ট্র্যাপডােরটা নিজের কাজই ভুলে যায়। অথচ অন্য সময় একেবারে স্বাভাবিক।

এ অবস্থায় লির মৃত্যুদণ্ড কার্যকরের আশা বাদ দিতে হয় কর্তৃপক্ষকে, যুক্তরাজ্যের হােম সেক্রেটারি
উইলিয়াম হারকোর্ট লির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। লি তখন ১৯
বছরের যুবক। ২২ বছর পর জেল থেকে মুক্তি পান তিনি। এরপর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই
তার স্বাভাবিক মৃত্যু হয়।


Thank you for reading this Article. Please Share this and Support my Websites to Grow Further.

Post a Comment

Please Validate The Captcha

Previous Post Next Post