ঢাকা শহরের ১০ অজানা তথ্য, যে তথ্যগুলি আপনাকে অবাক করবে !




১. যে শহরের ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের
খাবারদাবার কোনাে কিছুই ঢাকা থাকে না, তাকে
ঢাকা শহর বলে।




২. পৃথিবীর সব শহরেই দূরত্বের একক ‘মিটার’
হলেও ঢাকা শহরে দূরত্বের একক ‘সময়'। কেউ
যদি বলে, “ভাই, মিরপুর থেকে সদরঘাট কত দূর?”
উত্তর আসে, এই তাে, জ্যাম না থাকলে
ঘণ্টাখানেক আর মােটামুটি জ্যাম থাকলে তিন
ঘণ্টা।

৩. পৃথিবীতে ঢাকাই একমাত্র শহর, যে শহরে
একটা আস্ত "সংবর্ধনা রােড" আছে। যে রােড
ইচ্ছেমতাে ব্লক করে যখন-তখন যাকে-তাকে
সংবর্ধনা দেওয়া যায়। যদিও রােডটি আপাতত
"এয়ারপাের্ট রােড" নামে পরিচিত।

৪. সব শহরের মতাে ঢাকা শহরের রাস্তায়ও
ট্র্যাফিক লাইট আছে। তবে ঢাকা শহরের রাস্তার
বিশেষত্ব হচ্ছে, ট্র্যাফিক লাইট থাকার পরও রাস্তায়
সিগন্যাল দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ আছে।

৫. ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট ও ট্রাফিক
পুলিশ আছে। তারপরও রাস্তার এ মাথা থেকে ও
মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন
আটকে রাখতে হয়।

৬. ঢাকা শহরের লােকজন এক-দেড় লাখ টাকা
দিয়ে মােটরসাইকেল কিনলে মােটরসাইকেলের
পাশাপাশি শহরের ফুটপাতও অলিখিতভাবে কিনে
নেয়। ফলে নিজের কেনা ফুটপাত দিয়ে ইচ্ছেমতাে
মােটরসাইকেল চালায় তারা।

৭. ঢাকা শহরের যে জায়গাটা সব সময় গাড়ি-
ঘােড়া, হকার এবং নানা ধরনের মানুষে ভরা থাকে,
সেই জায়গাটার নাম ‘মহাখালী'।

৮. ‘ঢাকায় টাকা ওড়ে’—এমন গুজব শােনা গেলেও
বাস্তবে ধুলাবালু ছাড়া আর কিছু উড়তে দেখা যায় না ।

৯. ঢাকায় এক টাকায় এক গ্লাস খাওয়ার পানি
পাওয়া যায়। আবার সেই পানি ছাড়তে গেলে পাঁচ
টাকা লাগে! 😄😄

১০. ঢাকা একমাত্র শহর, যেখানে দুই-আড়াই
কোটি মানুষের পাশাপাশি ভূতও বাস করে।
ভূতদের খাওয়াদাওয়ার জন্য তাদের নামে
রেস্তোরাঁ এবং চলাফেরার জন্য তাদের নামে
বিশেষ গলিও আছে।

Thank you for reading this Article. Please Share this and Support my Websites to Grow Further.

Post a Comment

Please Validate The Captcha

Previous Post Next Post