পানি পচনশীল নয়, কিন্তু বােতলে ‘এক্সপায়ারি ডেট’ লেখা থাকে কেন?



পানি পচনশীল নয়, বা নষ্টও হয় না। তাহলে
মিনেরাল ওয়াটার অথবা প্যাকেজড ড্রিংকিং
ওয়াটারের বােতলের গায়ে ‘এক্সপায়ারি ডেট' বা
‘বেস্ট বিফোর ডেট' লেখা থাকে কেন?

কারণ যে প্লাস্টিকের বােতলের মধ্যে পানি ভরা
থাকে, সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের
পরে পানির মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে
পারে। যা শরীরের পক্ষে ক্ষতিকারক। বােতলবন্দি
জলে একটানা সূর্যের আলাে পড়লে প্লাস্টিক
থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান জলের
মধ্যে মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

বিসফেনল-এ বা বিপিএ-র মতাে এই রাসায়নিক
উপাদানগুলি শরীরে গেলে ব্রেস্ট ক্যানসার,
পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, হৃদরােগের
আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে
পারে।

শুধু তাই নয়, প্লাস্টিক থেকে জলের মধ্যে গন্ধ,
ব্যাকটেরিয়া মিশে যাওয়ার, এমন কী জলের
স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে
মিনেরাল ওয়াটারের বােতল সঙ্গে থাকলে সেটিকে
রােদ থেকে এড়িয়ে কোনও ঠাণ্ডা জায়গায় রাখার
চেষ্টা করুন।

মিনারেল ওয়াটার অথবা ঠান্ডা পানীয়ের বােতল
যদি পরবর্তীকালে পানির বােতল হিসেবে ব্যবহার
করেন, তাহলে ১৫ থেকে ২০ দিনের বেশি তা জল
রাখার জন্য ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন
বিশেষজ্ঞরা। এবং বােতলগুলি ফেলে দেওয়ার
সময়ে অবশ্যই বােতলটি নষ্ট করে দেবেন। এবং
মিনারেল ওয়াটারের বােতল সঙ্গে থাকলে সেটিকে
সূর্যের আলাে থেকে এড়িয়ে 

Thank you for reading this Article. Please Share this and Support my Websites to Grow Further.

Post a Comment

Please Validate The Captcha

Previous Post Next Post