সাফল্য আসলে কি, ছোট্ট একটি গল্প !





একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল “বাবা জীবনে সফলতা আসলে কি?”





তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে। বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন ছেলেটি মনােযােগ দিয়ে ঘুড়ি ওড়ানাে দেখছে, কিছুক্ষণ পর সে বলল বাবা সুতাের কারণে ঘুড়িটা বেশিদূর যেতে পারছে না ।আমরা কি সুতােটা কেটে দেবাে? 

বাবা সুতাে কেটে দিলেন। এবার ঘুড়িটি আরাে উপরে উঠতে থাকল এবং ক্রমশে  দূরে যেতে থাকলাে,
কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল।  তারপর কোন অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল। 








তখন তার বাবা জীবনে সফলতার পার্থক্য বােঝালেন । আমরা যে উপরে উঠতে চাইছি, সেই উপরে ওঠা কিছু   রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন-

সংসার, পরিবার, সমাজ ইত্যাদি । আমরা এগুলাে থেকে বাধা মুক্ত হতে চাইছি। আসলে এগুলি হল আসল সুতাে যা আমাদের উপরে উঠতে সাহায্য করে । সুতাে ছাড়া উপরে ওঠা অসম্ভব, আর আমরা যদি সুতাে ছাড়া উপরে উঠতে চাই তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতােহীন ঘুড়িটির হয়েছিল। 


তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতাের সাথে কখনাে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবেনা, পরিবার, আত্মীয়স্বজন, সমাজ কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুন । 


যদি লক্ষ্যে পৌছাতে মাঝ পথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধাগুলাের অনেকাংশ আপনার সুতাে মানে আপনার পরিবার শােষণ করে নেবে। আর ধীরে ধীরে আপনি আপনার কাঙ্খিত সাফল্য পেয়ে
যাবেন । 

Post a Comment

Please Validate The Captcha

Previous Post Next Post